Logo
Logo
×

বাতায়ন

স্মরণ: গ্যাব্রিয়েল মিরো

Icon

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্প্যানিশ আধুনিকতাবাদী লেখক গ্যাব্রিয়েল মিরো ফেরার ১৮৭৯ সালের ২৮ জুলাই স্পেনের অ্যালিকান্তে জন্মগ্রহণ করেন। তিনি গ্যাব্রিয়েল মিরো নামে অধিক পরিচিত। তিনি ১৯০০ সালে গ্রানাডা বিশ্ববিদ্যালয় এবং ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন। তিনি মূলত উপন্যাস লেখার উপর মনোনিবেশ করলেও এল হেরাল্ডো, লস লুনেস দে এল ইম্পারশিয়াল, এবিসি এবং এল সোলের মতো বিখ্যাত সংবাদপত্রের সঙ্গেও যুক্ত ছিলেন। কাব্যিক ভাষায় দার্শনিক ও ধর্মতাত্ত্বিক ধারণা এবং সূক্ষ্ম বিদ্রূপ তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। তিনি ২০টিরও বেশি উপন্যাস লিখেছেন। ১৯৩০ সালের ২৭ মে গ্যাব্রিয়েল মিরো স্পেনের মাদ্রিদে মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম