Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, বেগ মুরাদ খাঁর কেল্লা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকার প্রাচীন কেল্লাগুলোর একটি বেগ মুরাদ খাঁর কেল্লা। ১৬১০ সালের জুলাইয়ে মোগল সুবাহদার ইসলাম খান চিশতীর ঢাকা দখলের অগ্রবর্তী বাহিনী হিসাবে প্রথম এটি দখলে নেন সেনাপতি ইতিমাম খান ও তার পুত্র মির্জা নাথান। তখনো এটি বেগ মুরাদ খাঁর কেল্লা নামেই পরিচিত ছিল। ইসলাম খান ঢাকাকে রাজধানী ঘোষণা করে এ কেল্লায় আনন্দ উৎসবের আয়োজন করেন বলে বাহারিস্তান-ই-গায়বী ইতিহাসে উল্লেখ আছে। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

কেল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম