ঢাকা : এলাকার নামকরণ, বেগ মুরাদ খাঁর কেল্লা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার প্রাচীন কেল্লাগুলোর একটি বেগ মুরাদ খাঁর কেল্লা। ১৬১০ সালের জুলাইয়ে মোগল সুবাহদার ইসলাম খান চিশতীর ঢাকা দখলের অগ্রবর্তী বাহিনী হিসাবে প্রথম এটি দখলে নেন সেনাপতি ইতিমাম খান ও তার পুত্র মির্জা নাথান। তখনো এটি বেগ মুরাদ খাঁর কেল্লা নামেই পরিচিত ছিল। ইসলাম খান ঢাকাকে রাজধানী ঘোষণা করে এ কেল্লায় আনন্দ উৎসবের আয়োজন করেন বলে বাহারিস্তান-ই-গায়বী ইতিহাসে উল্লেখ আছে। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
