ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আইরিশ লেখক, কবি ও গীতিকার টমাস মুর ১৭৭৯ সালের ২৮ মে ডাবলিনে জন্মগ্রহণ করেন। তিনি তার আইরিশ মেলোডির জন্য বিখ্যাত। রাজনৈতিকভাবে মুর ইংল্যান্ডে একটি প্রেস বা ‘স্কুইব’, অভিজাত হুইগসের লেখক হিসাবে স্বীকৃত ছিলেন। আয়ারল্যান্ডে তাকে ক্যাথলিক দেশপ্রেমিক হিসাবে গণ্য করা হয়। তিনি ১৮৫২ সালের ২৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
