|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা গবেষক হাকিম হাবিবুর রহমানের মতে, পোস্তা একটি পারসি শব্দ, যার অর্থ পেছনের স্থান। ‘পোস্ত-ই-কিলা’ অর্থ ‘কেল্লার পেছনের স্থান’। বেগ মুরাদের দুর্গের পেছনে নদী-তীরবর্তী এ কেল্লার স্থানটিই পরবর্তীকালে পোস্তগোলা নামে পরিচিতি পায়। সামরিক কৌশলগত দিক থেকে নদীপথে চলাচলে পোস্তগোলার এ দুর্গটি ছিল ঢাকার প্রবেশমুখের একটি গুরুত্বপূর্র্ণ দুর্গ। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
