|
ফলো করুন |
|
|---|---|
নদীতীরবর্তী প্রাচীন বেগমুরাদের দুর্গ নামে পরিচিত এলাকায় মোগল আমল থেকেই নৌ-চৌকিযুক্ত দুর্গ বিদ্যমান ছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলেও সেখানে আর্মি ব্যারাক স্থাপন করে এর ঐতিহ্য ধরে রাখা হয়। গেণ্ডারিয়ার পার্শ্ববর্তী এ এলাকায় কোম্পানির বেনিয়ারা একটি সুগার মিল স্থাপন করায় সামরিক শব্দ ‘ব্যারাকে’র সঙ্গে ‘মিল’ যুক্ত হয়ে এলাকাটির নাম হয়ে যায় মিলব্যারাক। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
