|
ফলো করুন |
|
|---|---|
নিলাম্বর সাহা রোড ও জেলেপাড়াসংলগ্ন কুলাল মহল, মনেশ্বর ইত্যাদি মহল্লা পরিচিত। ‘ফর্’হঙ্গ-ই-রব্বানি’ নামক উর্দু-বাংলা অভিধানে হিন্দি শব্দ ‘কলাল’-এর অর্থ লেখা হয়েছে, সরাইখানার মালিক, মদ্য বিক্রেতা ইত্যাদি। ‘মহল’ আরবি ভাষাজাত, যার অর্থ ‘স্থান’, ‘অট্টালিকা’, ‘প্রাসাদ’, ‘সুযোগ’ ইত্যাদি। হিন্দি ও আরবি মিশ্র ‘কলাল মহল’ বা ‘কুলাল মহল’ শব্দগুচ্ছের অর্থ দাঁড়ায়-সরাইখানার প্রাসাদ। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
