|
ফলো করুন |
|
|---|---|
ঢাকায় বকশীবাজার, চৌধুরীবাজার, কাজীপাড়া, দেওয়ানবাজার ইত্যাদি এলাকা পদবিধারী লোকদের নামের স্মারক। কাপ্তান বাজার নামটিও এরকম একটি পদবিযুক্ত স্থানের নাম। বিখ্যাত ব্যবসাকেন্দ্র বাংলাবাজারের অবস্থান হওয়ায় সেখানে যাতায়াতকারী জাহাজের ক্যাপ্টেনদের আবাসস্থল গড়ে ওঠে। পরবর্তীকালে কোনো এক ক্যাপ্টেন বা কাপ্তান সাহেবের তত্ত্বাবধানে বাজার প্রতিষ্ঠার কারণেই এ বাজারটির নামকরণ হয় কাপ্তান বাজার। ১৮৫০ সালে বাজারটি গড়ে ওঠে। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
