Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, গোয়ালঘাট

Icon

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা মহানগরে পেশা ও শ্রেণিভিত্তিক ব্যবস্থাপনায় যেসব এলাকার নামকরণ হয়েছে, গোয়ালঘাট বা গোয়ালনগর এর অন্যতম। রেকর্ডে দেখা যায়-‘It was long before was abode of milkmen.’ কাজেই বুঝতে কষ্ট হয় না, গোয়ালাদের বসবাসের কারণেই এরূপ নামকরণ হয়েছে। ১৯১৮ সালের রেকর্ডপত্রে দেখা যায়, কিছু অর্থের বিনিময়ে গোয়ালঘাট লেন নামটি পরিবর্তন করে করা হয় নরেন্দ্রনাথ বসাক রোড। ইংরেজ আমলে বিত্তের মালিকরা এভাবে নাম কিনে নিলেও লোকমুখে নামটি আজও গোয়ালঘাট লেন নামেই বেশি পরিচিত। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম