ফলো করুন |
|
---|---|
‘রুই’ ও ‘হাট্টা’ শব্দ দুটির সংযোগে রুইহাট্টা নামটির উৎপত্তি। এটি হাটবাজার নির্দেশক একটি নাম। প্রশ্ন হতে পারে, ‘রুই’ কী? শিমুল তুলাকে আঞ্চলিক ভাষায় বলা হয় ‘রুই’, ইংরেজিতে ‘সিল্ক কটন’। সাধারণত বালিশ তৈরিতে এটি বেশি ব্যবহৃত হয়। মোগল আমলে রুই বেচা-কেনার জন্য যে স্থানটিকে নির্ধারণ করা হয়েছিল, তাকেই বলা হতো রুইহাট্টা। চকবাজারের পূর্বদিকে মোগলটুলী ও মুকিম কাটরার মধ্যবর্তী স্থানে ছিল এ রুইহাট্টা। ঢাকা সিটি করপোরেশনের সাবেক ৬৬নং ওয়ার্ডে রুইহাট্টা অবস্থিত। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)