Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, চকবাজার

Icon

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকার প্রাচীন বাজারগুলোর অন্যতম চকবাজার। বর্গাকৃতির বা চতুষ্কোণই হওয়ার কারণে এ বাজারের নামকরণ হয় চকবাজার। ১৭২৯ সালে রচিত ‘নওবাহার-ই-মুর্শিদকুলী খানি’ নামক ইতিহাস গ্রন্থে চকবাজার নামের উল্লেখ পাওয়া যায়। ১৮১৪ সালে চার্লস ডয়লির ‘এন্টিকুইটিজ অব ঢাকা’ গ্রন্থে ডয়লি মন্তব্য করেন, ‘এই চক বা ঢাকার বিপণিকেন্দ্রটি অতি প্রাচীন।’ মুর্শিদকুলী খান প্রতিষ্ঠিত চতুষ্কোণ এলাকাটিতে ফলমূল, শাকসবজি, খেলনা সামগ্রী, মিষ্টান্ন, খুচরা দ্রব্যাদি নিত্য বেচাকেনা হয়। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম