Logo
Logo
×

বাতায়ন

একটু হাসি: ক্রিকেট ম্যাচের আম্পায়ার

Icon

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এক দেশের ক্রীড়ামন্ত্রী আর ক্রিকেট বোর্ডের প্রধানের মধ্যে কথা হচ্ছে।

ক্রীড়ামন্ত্রী : ক্রিকেট ম্যাচ জেতায় আপনাদের অভিনন্দন।

বোর্ডপ্রধান : অভিনন্দন পলকে দিন। সে আমাদের পরাজয় থেকে বাঁচিয়েছে।

ক্রীড়ামন্ত্রী : সে আমাদের ব্যাটসম্যান, নাকি বোলার?

বোর্ডপ্রধান : সে ওই ম্যাচের আম্পায়ার!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম