Logo
Logo
×

ভ্রমণ

বিমানে সর্বোচ্চ কয়টি লাগেজ নেওয়া যায়?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫০ পিএম

বিমানে সর্বোচ্চ কয়টি লাগেজ নেওয়া যায়?

ফাইল ছবি

বাস, লঞ্চ কিংবা ট্রেনে চাহিদামতো মালামাল বহনের জন্য নেওয়া যায় লাগেজ। কিন্তু আকাশে উড়তে চাইলে সেই সুযোগ নেই। কারণ আপনি চাইলেই খেয়াল খুশিমতো লাগেজ নিতে পারবেন না। কিছু জিনিস সঙ্গে নেওয়ার সীমাবদ্ধতা আছে। ব্যক্তির হ্যান্ড লাগেজ ও বুকিং লাগেজ ভেদে আছে নিয়ম। 

আপনি হ্যান্ড লাগেজে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, মূল্যবান জিনিস, জরুরি কাগজপত্র, ওষুধ নিতে পারবেন।  এ ছাড়া যাত্রী ও ক্রুদের বিরক্ত করে এবং নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু হ্যান্ড লাগেজে নেওয়া নিষেধ। 

তবে এয়ারলাইনস, গন্তব্য ও ক্লাসভেদে নিয়ম কিছুটা ভিন্নতা আছে। তাই বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের ওয়েবসাইটে গিয়ে লাগেজ সীমা, অনুমোদিত পণ্য ও নিষিদ্ধ সামগ্রীর তালিকা একবার দেখে নেওয়াই সবচেয়ে ভালো।

চলুন জেনে নেওয়া যাক, বিমানে কোন জিনিস নেওয়া যাবে, আর কোনো জিনিস নেওয়া যাবে না—

বুকিং লাগেজ

১. ২৭ ইঞ্চি লম্বা, ১১ ইঞ্চি চওড়া, ১৪ ইঞ্চি গভীরতার লাগেজকে বুকিং লাগেজ হিসেবে বিবেচনা করা হয়। এ নিয়মভেদে সাধারণত এয়ারলাইনসে একজন যাত্রীকে এক বা দুই পিস লাগেজ অতিরিক্ত চার্জ ছাড়া বুকিং দেওয়ার সুযোগ পাওয়া যায়। আর বুকিং লাগেজে স্বর্ণালংকার, মোবাইল ফোন, ট্যাব, মুদ্রা ও মূল্যবান জিনিস রাখা নিষিদ্ধ। এসব জিনিস হ্যান্ড লাগেজে রাখার নিয়ম রয়েছে। কারণ বুকিং লাগেজ থেকে এ রকম জিনিস হারিয়ে গেলে তার দায় এয়ারলাইনস কর্তৃপক্ষ নেবে না। এ ছাড়া পাওয়ার ব্যাংকসহ লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হয় এমন ডিভাইস বুকিং লাগেজে রাখা যাবে না।

২. ফ্লাইট ও ক্লাসভেদে রয়েছে ভিন্নতা। বিজনেস ক্লাসে ৩০ কেজি করে দুটি ব্যাগে ৬০ কেজি নেওয়া যায়। ইকোনমি ক্লাসে দুটি ব্যাগে ২০ কেজি করে ৪০ কেজি নেওয়ার নিয়ম রয়েছে। এ ছাড়া দুই বছরের কম বয়সি শিশুর জন্য একটি ব্যাগে ১০ কেজি মালামাল বহনের অনুমতি রয়েছে। তবে শর্তসাপেক্ষে ছোট শিশুকে বহনের জন্য স্ট্রলার নেওয়া যাবে।

৩. দাহ্যপদার্থ যেমন— সেভিং ফোম, পারফিউম, জীবাণুনাশক ইত্যাদি ৫০০ মিলি লিটারের বেশি নেওয়ার নিয়ম নেই।

হ্যান্ড লাগেজ

১. হ্যান্ড লাগেজের সাইজ সাধারণত ২০ ইঞ্চি লম্বা, ১৫ ইঞ্চি চওড়া, ১০ ইঞ্চি গভীরতার বেশি হওয়া যাবে না। আর বিদেশগামী যাত্রীরা সর্বোচ্চ সাত কেজি ওজনের হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এর চেয়ে বড় হলে এয়ারলাইনসের দায়িত্বরতরা উড়োজাহাজে প্রবেশে বাধা দেবেন। সে ক্ষেত্রে অতিরিক্ত মালামাল বুকিং হিসেবে দিতে হবে।

২. হ্যান্ড লাগেজে যাত্রী স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, মূল্যবান জিনিস, জরুরি কাগজপত্র, ওষুধ নিতে পারবেন। তবে ছুরি, কাঁচি, সুই, ম্যাচ, লাইটার, ১০০ মিলি লিটারের অধিক পরিমাণ লিকুইড নেওয়া যাবে না। আর যাত্রী ও ক্রুদের বিরক্ত করে, নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু বহন করা নিষেধ।

৩. শ্যাম্পু, হেয়ার জেল, লোশন, পারফিউম, পেট্রোলিয়াম জেলি, ক্রিম, স্প্রে, নেইলপলিশ— এসব তরল হিসেবে বিবেচিত। এর কোনোটিই ১০০ মিলি লিটারের বেশি হ্যান্ড লাগেজে নেওয়া যাবে না।

সূত্র: এইচএসআইএ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম