Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনের প্রতি সমর্থন

ইসরাইলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে কেমব্রিজে বিক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০২:০৭ পিএম

ইসরাইলি কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবিতে কেমব্রিজে বিক্ষোভ

ফিলিস্তিনের সমর্থনে কেমব্রিজের বিক্ষোভরত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের সমর্থনে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সোমবার বিক্ষোভ শিবির স্থাপন করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়কে ইসরাইলি কোম্পানি এবং ইসরাইলকে সমর্থন ও সরবরাহ করে এমন সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।  

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রিনিটি কলেজের বিখ্যাত ‘নিউটন ট্রি’- এর নিচে বিক্ষোভ শুরু হয়।  কলেজ কর্তৃপক্ষ এরিয়াটিকে দৃষ্টির বাইরে রাখার জন্য কাঠ ও ও টারপলিন দিয়ে আড়াল করে।  এরপর শিক্ষার্থীরা তাদের তাঁবু নিকটবর্তী সেন্ট জনস কলেজে স্থানান্তরিত করে।

আনাদোলুর সঙ্গে কথা বলতে গিয়ে হ্যানকক ডেভিস নামে পরিচয় দেওয়া একজন বিক্ষোভকারী দাবি করেছেন, ইসরাইলি  অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমসে বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ পাউন্ড বিনিয়োগ করেছে।

ডেভিস বলেন, ট্রিনিটি কলেজ উচ্ছেদের নির্দেশ দিয়েছে কারণ তারা আমাদের দাবি বুঝতে পারে না। তাদের একমাত্র প্রতিক্রিয়া হল দমন। তারা তাদের আর্থিক লাভের উৎসের দায়িত্ব নিতে অস্বীকার করে।

তিনি আরও বলেন, ‘এখানকার লোকেরা বিদেশে গণহত্যা থেকে লাভবান বা সমর্থনকারী প্রতিষ্ঠানের পাশে থাকতে চায় না।

কার্ল হিসেবে নিজেকে পরিচয় দেওয়া আরেক বিক্ষোভকারী সমস্ত কেমব্রিজ কলেজকে কিংস কলেজ অনুসরণ করার আহ্বান জানান, যেটি শিক্ষার্থীদের দাবির প্রতিক্রিয়ায় তাদের বিনিয়োগ অংশীদারিত্ব পর্যালোচনা শুরু করেছে।

কার্ল বলেন, শিক্ষার্থীরা ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং ইসরাইলের সামরিক হামলায় বিধ্বস্ত গাজার শিক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণের জন্য সমর্থনও চায়।

তিনি আরও বলেন, ‘কেমব্রিজ যুক্তরাজ্যের সবচেয়ে শক্তিশালী এবং ধনী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। গাজার ছাত্র এবং গবেষকদের সহায়তা করার জন্য এর যথেষ্ট ব্যবস্থা রয়েছে। ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম