Logo
Logo
×

যুক্তরাষ্ট্র

পেন্টাগনে ৯/১১ বার্ষিকী পালন ট্রাম্পের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পেন্টাগনে ৯/১১ বার্ষিকী পালন ট্রাম্পের

সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনে ৯/১১’র ২৪তম বার্ষিকী পালন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার সেদিনকে স্মরণ করেন তিনি। বৃহস্পতিবার পেন্টাগনের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘সেদিন বর্বর দানবেরা আমাদের সভ্যতার প্রতীকগুলোতে হামলা চালিয়েছিল। কিন্তু ভার্জিনিয়া, নিউইয়র্ক কিংবা পেনসিলভানিয়ার আমেরিকানরা দমে যায়নি। তারা দেখিয়েছে-আমরা কখনো আত্মসমর্পণ করব না, কখনো ভাঙব না, কখনো হার মানব না। আর আমাদের মহান পতাকা কখনো ব্যর্থ হবে না।’ রয়টার্স।

২০০১ সালের এদিনে ১৯ জন আল-কায়দা জঙ্গি চারটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা চালায়। নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ার, ওয়াশিংটনের পেন্টাগন এবং পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে তিন হাজারের কাছাকাছি মানুষের প্রাণহানি ঘটে। সকালে ৮টা ৪৬ মিনিটে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১১ উত্তর টাওয়ারের ৯৩ থেকে ৯৯ তলায় আঘাত করে। ৯টা ০৩ মিনিটে ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ১৭৫ দক্ষিণ টাওয়ারে আঘাত করে। দুই ঘণ্টার মধ্যেই টুইন টাওয়ার ধসে পড়ে, শুধু নিউইয়র্কেই ২,৭৫৩ জন নিহত হন। ট্রাম্প আরও বলেন, ‘পঁচিশ বছর ধরে ৯/১১’র পরিবারগুলো অসমাপ্ত ডায়েরি আর অপূর্ণ স্বপ্ন নিয়ে বেঁচে আছে। আজ ফার্স্ট লেডি আর আমি আপনাদের শোকে শামিল হচ্ছি এবং নতুন করে প্রতিজ্ঞা করছি-আমরা কখনো ভুলব না।’

টুইন টাওয়ারে হামলার কথা আগেই জানত ইসরাইলি গোয়েন্দারা : টুইন টাওয়ারে সেদিনের ভয়াবহ হামলার বিষয়ে আগে থেকেই জানত ইসরাইলি গোয়েন্দারা-এমন দাবিই করেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন।

এ নিয়ে শিগ্গিরই তিনি একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করবেন বলে জানিয়েছেন। সম্প্রতি পিয়ার্স মরগানের আনসেন্সরড নিউজ নামের এক অনুষ্ঠানে কার্লসন আরও দাবি করেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে মনে করেন ইহুদিরা।

ইসরাইলি আর্টস স্কুলের শিক্ষার্থীরাও এই হামলার বিষয়ে জানতেন বলে দাবি করেছেন কার্লসন। একই সঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা ওই মুহূর্তের ভিডিও করছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম