Logo
Logo
×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ চীনের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ চীনের

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ এনেছে চীন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনের পুলিশ জানিয়েছে, এ বছরের ফেব্রুয়ারিতে সেখানে শীতকালীন এশিয়ান গেমস চলাকালীন সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে চীনের গুরুত্বপূর্ণ খাতগুলোকে টার্গেট করা হয়। খবর আল-জাজিরার।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে ইতোমধ্যেই তদন্তে নেমেছে চীনের পুলিশ। এনএসএ-এর তিন এজেন্টের নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে তারা। এবারের সাইবার হামলায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় জড়িত বলে অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি অভিযুক্তদের নামও প্রকাশ করেছে বেইজিং। এনএসএ-এর সঙ্গে জিড়ত ব্যক্তিরা হলেন- ক্যাথরিন এ উইলসন, রবার্ট জে স্নেলিং এবং স্টিফেন ডব্লিউ জনসন। তাদেরকে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং শিল্প খাতের অন্যান্য প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলায় অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে আমেরিকার বিশ্ববিদ্যালয়টি এই সাইবার হামলার সঙ্গে কীভাবে জড়িত তা খোলসা করা হয়নি। চীনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। 

বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ প্রকট হওয়ার পর এমন খবর সামনে আনল বেইজিং। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে চীনা নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি চীনে হলিউডের চলচ্চিত্র আমদানি করা বন্ধ করে দেওয়া হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম