Logo
Logo
×

যুক্তরাষ্ট্র

আরব-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে যা বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পিএম

আরব-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে যা বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে, সৌদি আরব শীঘ্রই আব্রাহাম চুক্তির অংশীদার হবে। তিনি বলেন, ‘আমি মনে করি, সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দেবে’। 

শুক্রবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারমূলক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২২ এপ্রিল ট্রাম্পের সাক্ষাৎকারটি নেয় সংবাদমাধ্যমটি।

আব্রাহাম চুক্তিটি মূলত এমন একটি স্বাভাবিকীকরণ চুক্তি, যা ট্রাম্পের প্রথমবারের প্রশাসন ইসরাইল এবং কয়েকটি আরব দেশের মধ্যে মধ্যস্থতা করে বাস্তবায়ন করেছিল।

ট্রাম্পের সৌদি আরব সফর আগামী মাসেই। এটিই তার দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বিদেশ সফর হতে যাচ্ছে। তার প্রথম সফরটি ছিল ভ্যাটিকানে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।

সৌদি সফরকে সামনে রেখে এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আমি মনে করি এটি খুব দ্রুত সম্পন্ন হবে’।

ট্রাম্প এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং সৌদি জনগণের প্রতি তার পছন্দের কথাও জানান। তিনি বলেন, ‘সৌদি আরব… আমাদের অর্থনীতিতে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে’।

সৌদি সফরের ট্রাম্প কি করবেন সেটাও জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এরপর আমি কাতারে যাব। তারপর আমি সংযুক্ত আরব আমিরাতে যাব’।

ট্রাম্প এ সময় আব্রাহাম চুক্তির ‘বিশাল সফলতা’ থামানোর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দোষারোপ করেছেন।

তার ভাষায়, ‘তারা আব্রাহাম চুক্তি নিয়ে কিছুই করেনি। আমাদের সেখানে চারটি দেশ ছিল, সবকিছুই প্রস্তুত ছিল। আমরা এটি সম্পন্ন করতে পারতাম। এখন আমরা আবার শুরু করতে যাচ্ছি’। সূত্র: রয়টার্স

ট্রাম্প সৌদি আরব আব্রাহাম চুক্তি ইসরাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম