ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কি মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৫, ০৯:০৭ পিএম

কাতারের দোহায় এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
কাতারের দোহায় এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র জানিয়েছেন, ভবিষ্যতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি বলেন, ‘সম্ভাবনা আছে।’
সম্প্রতি কাতার ইকোনমিক ফোরামে অংশ নিতে দোহায় অবস্থান করছেন ৪৭ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ওই ফোরামে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, সরাসরি উত্তর দিতে গেলে বলতে হয়—আমি জানি না, তবে একদিন হতে পারে। এটার সম্ভাবনা আছে। আমি ভবিষ্যতে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরবো। আমার বাবা রিপাবলিকান পার্টিকে সত্যিকার অর্থেই পরিবর্তন করে দিয়েছেন। খবর রয়টার্সের।
ফোরামের এক প্যানেল আলোচক ডোনাল্ড জুনিয়রকে প্রশ্ন করেন, তার বাবা ডোনাল্ড ট্রাম্প যখন রাজনীতি থেকে সরে যাবেন, তখন তিনি কি ‘দায়িত্ব গ্রহণ’ করবেন?
এ প্রশ্নের উত্তরে ডোনাল্ড জুনিয়র হেসে বলেন, ‘এই তো শুরু হলো! আচ্ছা... ওহ বয়,’—এরপর হালকা করতালিতে মুখরিত হয় অনুষ্ঠানস্থল। তিনি বলেন, এ প্রশ্নটা করা হয়েছে, এটা আমার জন্য সম্মানের। কিছু মানুষ এটা নিয়ে আগ্রহী, এটাও সম্মানের বিষয়।
আলোচনায় তার পাশে থাকা ১৭৮৯ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ওমিদ মালিকের দিকে ইঙ্গিত করে তিনি মজা করে বলেন, যারা করতালি দিয়েছেন, তারা সম্ভবত আমাদের পরিচিত।
আরও পড়ুন: ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করতে চান ট্রাম্প
ডোনাল্ড জুনিয়র বর্তমানে ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট ভাই এরিক ট্রাম্পের সঙ্গে মিলে পারিবারিক রিয়েল এস্টেট ও ব্যবসায়িক কার্যক্রম তদারকি করছেন তিনি।
রাজনীতিতে ডোনাল্ড জুনিয়র সক্রিয়ভাবে যুক্ত আছেন। বিশেষ করে ২০১৬ ও ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার বাবার প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তবে তিনি কবে বা আদৌ কখন প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত ঘোষণা দেননি। তবুও তার বক্তব্যে ভবিষ্যতের সম্ভাবনার একটি ইঙ্গিত মিলেছে।