Logo
Logo
×

যুক্তরাষ্ট্র

ইরানে ‘সরকার উৎখাতে’ আগ্রহ নেই ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৭:৫০ পিএম

ইরানে ‘সরকার উৎখাতে’ আগ্রহ নেই ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার উৎখাতে আগ্রহী নন। কারণ তা অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করা ট্রাম্পের এ মন্তব্য তার আগের সামাজিক মাধ্যমে করা এক পোস্টের সঙ্গে সাংঘর্ষিক।

আল–জাজিরার খবরে বলা হয়, গত রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ‘সরকার উৎখাত’ শব্দটি রাজনৈতিকভাবে ঠিক নয়। তবুও যদি বর্তমান ইরান সরকার ‘ইরানকে আবার মহান করে তুলতে না পারে’, তবে সরকার উৎখাত কেন নয়?


গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘সরকার পরিবর্তনে’র ইঙ্গিত দিয়েছেন। তবে তা নীতিগত কোনো ঘোষণা নয়। 

সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট গত রাতে (রোববার) শুধু একটি প্রশ্ন উত্থাপন করেছেন—যদি ইরানি শাসকগোষ্ঠী কূটনৈতিক আলোচনায় অংশ না নেয়, তাহলে কেন ইরানি জনগণ এ নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না?

তিনি জোর দিয়ে বলেন, আমাদের সামরিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম