Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ফের বিমান দুর্ঘটনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ফের বিমান দুর্ঘটনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ফের বিধ্বস্ত হয়েছে একটি বিমান। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাজ্যটির দক্ষিণাঞ্চলে একটি ছোট স্কাইডাইভিং বিমান এয়ারপোর্টের কাছেই একটি বনভূমিতে বিধ্বস্ত হয়। এতে আহত হন উড়োযানটিতে থাকা সব আরোহী।

পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে মোতায়েন করা হয় ফায়ার ট্রাক ও জরুরি সেবাদানকারী যানবাহন।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর জানায়, বিপর্যয়ের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলমান আছে বলে জানানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম