Logo
Logo
×

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে ভয়াবহ আগুন, নিহত ৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে ভয়াবহ আগুন, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে সোমবার নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।

ফায়ার চিফ জেফ্রি বেকন সাংবাদিকদের জানান, গতরাতে এ ভবনে নয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি একটি অবর্ণনীয় ট্র্যাজেডি। নিহতদের জন্য প্রার্থনা করছি।

এ ঘটনায় আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং অন্তত ১২ জনকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস কর্মীদের মই ব্যবহার করতে হয়েছে।


ঘটনার সময় ভবনের সামনের অংশে আগুন ও ঘন ধোঁয়া দেখা যায় এবং অনেকেই তখনো ভেতরে আটকা ছিলেন বলে জানান বেকন।

আগুনে আহত পাঁচ দমকলকর্মী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে আগুনের সূত্রপাত হয়। কীভাবে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম