Logo
Logo
×

মার্কিন নির্বাচন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী মন্ত্রী নিয়োগ বাইডেনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী মন্ত্রী নিয়োগ বাইডেনের

মার্কিন ট্রান্সপোর্টেশন মন্ত্রী। ছবি: দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভায় স্থান পেলেন প্রথম স্বীকৃত সমকামী মন্ত্রী পিট বুটেগিগ। বৃহস্পতিবার সিনেটের ভোটে তিনি টান্সপোর্টেশন মন্ত্রী হিসেবে নিয়োগ পান। খবর-গার্ডিয়ানের।

তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী মন্ত্রী। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাছাই পর্বে প্রার্থী ছিলেন তিনি। এর আগে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাউথ ব্যান্ড নগরীর মেয়র হিসেবে বুটিগিগ দায়িত্ব পালন করেন।

৩৯ বছর বয়সী বুটেগিগ সিনেটে ৮৬-১৩ ভোটে জয় লাভ করে মন্ত্রিত্ব নিশ্চিত করেন।   

সিনেটের ভোটে মনোনয়ন পেয়ে বুটেগিগ এক টুইটে বলেন, সিনেটরদের ভোট পেয়ে আমি সম্মানিত এবং কাজের জন্য আমি প্রস্তুত। 

গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিসেবে বাছাইপর্বে নির্বাচনে অংশ নেন। ৩৯ বছর বয়সী বুটিগিগ একজন প্রকাশ্য সমকামী। নির্বাচনের আগে জো বাইডেন ঘোষণা দেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে পিট বুটিগিগকে তার মন্ত্রিসভায় আনবেন। 

প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনে টান্সপোর্টেশন মন্ত্রী পদে সিনেট আজ তার মনোনয়ন নিশ্চিত করেছেন। পিট বুটিগিগ শুধু ইতিহাস সৃষ্টিকারী প্রথম সমকামী মন্ত্রী নন, তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রীসভায় সবচেয়ে কম বয়সী মন্ত্রীও।

যুক্তরাষ্ট্র পিট বুটেগিগ যুক্তরাষ্ট্রের সমকামী মন্ত্রী বাইডেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম