ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেওয়া ৬ পুলিশ বরখাস্ত
অনলাইন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩০:২৫ | অনলাইন সংস্করণ
ক্যাপিটল হিলের দাঙ্গায় অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রের ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ২৯ জনের বিষয়ে তদন্ত চলছে।
পুলিশের মুখপাত্র জন স্টোলনিসের বরাতে সিএনএন এমন খবর দিয়েছে।
তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের ব্যবহার আচরণবিধির বাইরে গিয়ে থাকলে তাকে যথাযথ শাস্তি পেতে হবে বলে নির্দেশনা দিয়েছেন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগানন্দ পিটম্যান।
জানুয়ারিতে সিএনএনের খবরে দাবি করা হয়, মার্কিন ক্যাপিটল পুলিশের ১০ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। আর বরখাস্ত করা হয়েছে দুজনকে।
প্রতিনিধি পরিষদের সদস্য টিম রায়ান বলেন, দাঙ্গায় অংশ নেওয়া ব্যক্তির সঙ্গে ছবি তুলতে দেখা গেছে এক বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাকে। আরেকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ লেখা ক্যাপ পরে ভবনের চারপাশের লোকজনকে নির্দেশনা দিয়েছেন।
গত মাসে পিটম্যান বলেন, কয়েকজন পুলিশ কর্মকর্তার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করতে দাঙ্গার ভিডিও সক্রিয়ভাবে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া অন্যান্য উৎস থেকেও তথ্য নেওয়া হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেওয়া ৬ পুলিশ বরখাস্ত
ক্যাপিটল হিলের দাঙ্গায় অংশ নেওয়ায় যুক্তরাষ্ট্রের ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ২৯ জনের বিষয়ে তদন্ত চলছে।
পুলিশের মুখপাত্র জন স্টোলনিসের বরাতে সিএনএন এমন খবর দিয়েছে।
তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের ব্যবহার আচরণবিধির বাইরে গিয়ে থাকলে তাকে যথাযথ শাস্তি পেতে হবে বলে নির্দেশনা দিয়েছেন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগানন্দ পিটম্যান।
জানুয়ারিতে সিএনএনের খবরে দাবি করা হয়, মার্কিন ক্যাপিটল পুলিশের ১০ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। আর বরখাস্ত করা হয়েছে দুজনকে।
প্রতিনিধি পরিষদের সদস্য টিম রায়ান বলেন, দাঙ্গায় অংশ নেওয়া ব্যক্তির সঙ্গে ছবি তুলতে দেখা গেছে এক বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাকে। আরেকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্লোগান ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ লেখা ক্যাপ পরে ভবনের চারপাশের লোকজনকে নির্দেশনা দিয়েছেন।
গত মাসে পিটম্যান বলেন, কয়েকজন পুলিশ কর্মকর্তার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করতে দাঙ্গার ভিডিও সক্রিয়ভাবে পরীক্ষা করা হচ্ছে। এছাড়া অন্যান্য উৎস থেকেও তথ্য নেওয়া হচ্ছে।