Logo
Logo
×

চিত্র বিচিত্র

কুকুর বলছে ‘আই লাভ ইউ’! (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৯, ০৩:৪৬ এএম

কুকুর বলছে ‘আই লাভ ইউ’! (ভিডিও)

আই লাভ ইউ বলতে পার কুকুর মিশকা। ছবি: ইউটিউব

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বাক্যগুলোর অন্যতম ‘আই লাভ ইউ’।

‘আই লাভ ইউ’ বাক্যটি শুনতে কে না ভালোবাসে। জাগতিক সব বিষয়ের মাঝে শুধু হৃদয়ের কথা এ বাক্যটি।

মানুষ একে অপরকে যখন গভীরভাবে অনুভব করেন, তখনই স্বতঃস্ফূর্তভাবে ঠোঁট আওড়িয়ে বেরিয়ে পড়ে ‘আই লাভ ইউ’।

শুধু মানুষ নয়, বোবা প্রাণিকূলেও  ‘আই লাভ ইউ’-এর প্রবল অস্তিত্ব রয়েছে। শুধু মানুষের মতো তা শাব্দিক প্রয়োগ করতে না পারলেও নিজস্ব ভাষা আর ভঙ্গিতে জানিয়ে দেয় তারা।  
 
তবে এবার ‘আই লাভ ইউ’ বাক্যটি কোনো মানুষ নয়, বলছে এক অবুঝ বোবা প্রাণী।

শুনতে অবিশ্বাস্য লাগলেও একটি কুকুরের মুখে শোনা গেছে কথাটি।

আর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১০ কোটিরও বেশি।

ভিডিওটিতে দেখা যায়, বিছানার ওপর বসে আছে একটি পোষা কুকুর। প্রথমে তাকে ‘আই লাভ ইউ’ বলতে বলায় তেমন একটা আগ্রহ না দেখিয়ে শুধু ‘হাই’ তোলে সে।

তবে দু-তিনবারের চেষ্টায় সবাইকে চমকে দিয়ে কুকুরটি নিজের মতো করে বলে ওঠে ‘আই লাভ ইউ’। তার পর আর অনুরোধ করতে হয়নি।

এর পর যতবারই ‘আই লাভ ইউ’ বলা হয়েছে, ততবারই সে পাল্টা জবাব দিয়েছে ‘আই লাভ ইউ’।

ভিডিওটি দেখুন-

 

জানা গেছে, ‘আই লাভ ইউ’ বলতে পারা এই পোষা কুকুরটির নাম মিশকা। 

শুধু তাই নয়, এতটা স্পষ্ট করে ‘আই লাভ ইউ’ বলেছে মিশকা যে, যে শুনবে তারই মন ছুঁয়ে যাবে।

ভিডিওটি অবশ্য অনেক পুরনো। ২০০৮ সালে এটি ইউটিউবে আপলোড করা হয়েছিল।

গত  ১০ বছরে ১০ কোটিরও বেশিবার মানুষ মিশকার মুখে ‘আই লাভ ইউ’ বলা শুনেছে।

সম্প্রতি হঠাৎ করেই ভিডিওটি আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে।

কেননা মিশকা আর বেঁচে নেই। তবে ‘আই লাভ ইউ’ বলতে পারা মিশকাকে মানুষ মিস করবে সবসময়।

মিশকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম