Logo
Logo
×

চিত্র বিচিত্র

ইউটিউব মাতাচ্ছে ২৫ কেজির ললিপপ (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০৩:০৮ পিএম

ইউটিউব মাতাচ্ছে ২৫ কেজির ললিপপ (ভিডিও)

ইউটিউবে নানান ধরনের ভিডিও আপলোড করা হয়। কেউ রান্নার ভিডিও আপলোড করছেন, কেউ ভ্রমণের ভিডিও আপলোড করছেন, কেউ নাচ-গান-আবৃত্তির মতো প্রতিভা তুলে ধরছেন। তবে সব ভিডিও কিন্তু নজরে কাড়ে না। কোনো ভিডিও যদি গতানুগতিকের চেয়ে আলাদা হয়, তাহলে তা সহজেই ভাইরাল হয়।

এবার ২৫ কেজি ওজনের একটা ললিপপ বানানোর ভিডিও ইউটিউবে আপলোড করে সাড়া ফেলে দিয়েছেন ভারতের কেরালার এক যুবক। এরই মধ্যে ওই ভিডিও দেখেছেন এক লাখের বেশি মানুষ। ইউটিউবের প্রথমসারিতে চলে এসেছে ওই ভিডিও।

ফিরোজ চুত্তিপাড়া নামে ওই যুবক জানান, ছোটোবেলায় খাওয়া ললিপপের স্বাদ নতুন করে মনে করতেই তৈরি করেছেন ২৫ কেজির ললিপপ।

কিভাবে এই বিশাল সাইজের ললিপপ তৈরি করেছেন জানতে চাইলে ফিরোজ বলেন, স্টিলের পাত্রে চিনির রস ও নানা ফ্লেভার মিশিয়ে তৈরি করেছেন এই ললিপপ। ললিপপ বানাতে সময় লেগেছে ১২ ঘণ্টা। 

ললিপপ ইউটিউব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম