Logo
Logo
×

চিত্র বিচিত্র

কিশোরের এক চোয়ালেই ৮২ দাঁত! (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০১:৪৮ পিএম

কিশোরের এক চোয়ালেই ৮২ দাঁত! (ভিডিও)

ছবি : সংগৃহীত

বিরল ধরনের জটিল টিউমারে আক্রান্ত এক কিশোরের নিচের চোয়াল থেকে ৮২টি দাঁত অপসারণ করেছেন চিকিৎসকরা।

ভারতের বিহারের পাটনার এক হাসপাতালে তিন ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর দাঁতগুলো অপসারণ করা হয় বলে জিনিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

নীতিশ কুমার নামে ১৭ বছর বয়সী ওই কিশোর তীব্র দাঁতের ব্যথা আর অদ্ভূত চোয়ালের গড়ন নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দেখেন যে ওই কিশোর বিরল ধরনের টিউমার ওডোনটোমায় ভুগছেন।

দাঁতের গঠনগত ত্রুটির কারণে এই টিউমার হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। নীতিশের নিচের চোয়াল থেকেই ৮২টি দাঁত অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

তবে নীতিশ বর্তমানে সুস্থ আছেন। শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পাত্র দেওয়া হবে।
 

কিশোর দাঁত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম