Logo
Logo
×

চিত্র বিচিত্র

ছাগলের মাছ খাওয়ার ভিডিও ভাইরাল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩১ পিএম

ছাগলের মাছ খাওয়ার ভিডিও ভাইরাল

ছবি : প্রতীকী

কথায় আছে, ছাগলে কী না খায়। কিন্তু ছাগলের মাছ খাওয়ার বিষয়টি কল্পনা করাটাও কষ্টকর।  তৃণভোজী ছাগল ঘাস কিংবা লতাপাতা ছেড়ে মাছ-মাংস খায় কী না প্রশ্ন করা হলে একশ জনের মধ্যে ৯৯ জনই উত্তর দেবেন, না। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে পুরোপুরি নতুন একটি বিষয় প্রত্যক্ষ করেছেন নেটিজেনরা। 

কয়েকদিন আগে ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করা হয়। 

ওই ভিডিওতে দেখা গেছে,  তৃণভোজী প্রাণী হিসেবে পরিচিত ছাগল একটি পাত্র থেকে কাঁচা মাছ তুলে নিয়ে খাচ্ছে। ওই ভিডিও দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি অনেকে। 

আমিষভোজী ওই ছাগলকে দেখে নেটিজেনরা হতভম্ব হয়ে গেছেন। কারণ ছাগল সাধারণত ঘাস, পাতা কিংবা শস্য খেয়ে জীবন ধারণ করে। তাই  স্বাভাবিক ভাবেই ছাগলেও মাছ খাওয়ার ওই ভিডিও আলোচনায় এসেছে।  ওই ভিডিও ইনস্টাগ্রাম, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছে।

তবে কবে, কোথা থেকে ওই ভিডিও ধারণ করা হয়েছে তা জানা যায়নি বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।  জানা যায়নি, ছাগলের এমন আচরণের পেছনের কারণ। 

কোনো প্রাণী ব্যতিক্রমী কিছু করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনরা এসব ভিডিও দেখতে পছন্দও করেন।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

ছাগল মাছ ভাইরাল ভিডিও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম