ছয় সিংহী নিয়ে তরুণীর কাণ্ডে তাজ্জব নেটদুনিয়া (ভিডিও)

 অনলাইন ডেস্ক 
১৪ জানুয়ারি ২০২২, ১২:০৮ পিএম  |  অনলাইন সংস্করণ

মানুষ সাধারণত বাঘ-সিংহের মতো হিংস্র প্রাণী থেকে দূরেই থাকার চেষ্টা করেন। তবে এই তরুণী বনের রাজা  সিংহকে ভয় তো পাননিই বরং একটি কিংবা দু’টি নয়, একসঙ্গে ছয়টি সিংহীর সঙ্গে ঘুরতে বের হয়েছেন।

শুধু তাই নয়, রীতিমতো সিংহীর লেজ ধরে ঘুরেছেন তিনি। তার এই বিরল ভ্রমণের ভিডিও দেখে নেটিজেনরা তাজ্জব বনে গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাফারি গ্যালারি নামে একটি ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিও দেখে প্রথমে মনে হতে পারে যে, ওই তরুণী নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন। কিন্তু একটু পরই ভুল ভাঙে। ভিডিওতে ওই তরুণীকে এতো সহজভাবে সিংহীদের ঘুরতে দেখা যায় যে, মনে হয় তিনি তার পোষা প্রাণীর সঙ্গে জঙ্গলে হাঁটতে বের হয়েছেন। 

অল্প সময়ের ওই ভিডিওটি নিঃসন্দেহে দর্শকদের মনে দাগ কাটতে বাধ্য।  

ভিডিওটি দেখে সেটি কোনো জঙ্গলে ধারণ করা বলে মনে হচ্ছে। অবাক ব্যাপার হলো ওই সিংহীগুলোর কেউই ওই তরুণী কিংবা ভিডিওটি যিনি ধারণ করছিলেন, তাদের কাউকেই আক্রমণ করেনি। এমনকি ছয়টি সিংহীর সঙ্গে ঘুরতে বের হলেও ওই তরুণীর মুখে ভয়ে কোনো চিহ্নই ছিল না। শুধু তাই নয়, ভিডিওর শেষের দিকে তিনি একটি সিংহীর লেজও ধরেন!

বলার অপেক্ষা রাখে না, ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়। ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই ওই তরুণীর সাহসের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার ওই তরুণীর জন্য উদ্বেগও প্রকাশ করেছেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন