Logo
Logo
×

চিত্র বিচিত্র

হাঙ্গরের কবল থেকে যেভাবে রক্ষা পেলেন তিনি (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৩, ১০:০৬ পিএম

হাঙ্গরের কবল থেকে যেভাবে রক্ষা পেলেন তিনি (ভিডিও)

সাগরে ছোট নৌকা (কায়াক) চালাচ্ছিলেন এক ব্যক্তি। আর তখনই ঘটলো এক ভয়ানক কাণ্ড। নৌকায় আক্রমণ করলো এক বৃহদাকার হাঙ্গর।

হাঙ্গরের কবল থেকে কোনো রকমে জীবন রক্ষা করে পালিয়ে আসেন ওই ব্যক্তি। খবর এনডিটিভির। 

ওই ব্যক্তি তার ইউটিউব চ্যানেলে ঘটনাটির ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায়, হঠাৎ করে নৌকায় আক্রমণ করেছে হাঙ্গর। আর সঙ্গে সঙ্গে পা দিয়ে হাঙ্গরের চোখে আঘাত করেন ওই ব্যক্তি। যার ফলে হাঙ্গরটি সরে যেতে বাধ্য হয়। 

ইউটিউব চ্যানেলের ভিডিওটিতে দুবার একই ভিডিওটি দেখিয়েছেন তিনি। দ্বিতীয়বার স্লো মোশনে ভিডিওটি দেখিয়ে রক্ষা পাওয়ার উপায় বর্ণনা দিয়েছেন তিনি। তবে তিনি বলেন, এমন ঘটনা দ্বিতীয়বার ঘটলে আর রক্ষা পাওয়া যাবে না। 

 

 

 

হাঙ্গর রক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম