জাহাজে ক্রিকেট ম্যাচ, সমুদ্রে পড়লেও হারাচ্ছে না বল! (ভিডিও)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৩, ১০:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রয়োজন-ই আবিষ্কারের পদ্ধতি। তারই প্রমাণ দিলেন কয়েকজন যুবক। জাহাজের ওপর ক্রিকেট খেলছেন তারা। আর বল যেন পানিতে পড়ে হারিয়ে না যায় তাই দড়ি দিয়ে বেঁধে রেখেছেন তারা। খবর এনডিটিভির।
এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, ক্রিকেট স্টেডিয়ামের আদলে বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে নেমেছেন সব খেলোয়াড়। ব্যাটিংয়ের পর বল পানিতে পড়ে যায়। তবে হারিয়ে যায় না। দড়ি ধরে টেনে ফের পানি থেকে তোলা হয় বলটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে লাইক, কমেন্ট করেছেন অসংখ্য মানুষ। একজন লিখেছেন, এভাবে আমরা বাড়ির ছাদে ক্রিকেট খেলি।
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 15, 2023
