Logo
Logo
×

চিত্র বিচিত্র

মেঘের ভেতরে মিলল প্লাস্টিক!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২২ পিএম

মেঘের ভেতরে মিলল প্লাস্টিক!

একটি গবেষণায় মেঘের ভেতরে প্লাস্টিক কণার সন্ধান পেয়েছেন জাপানের বিজ্ঞানীরা। এসব প্লাস্টিক কণা জলবায়ুকে প্রভাবিত করছে মনে করনে তারা। সম্প্রতি গবেষণাটি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি লেটারস-এ প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, বিজ্ঞানীরা ফিজি ও ওয়ামা পাহাড়ের চূড়ায় আরোহণ করে মেঘের কণা সংগ্রহ করেন। সেখান থেকে নমুনা নিয়ে তারা গবেষণা করেন। এ মেঘের পদার্থগত এবং রাসায়নিক দিক থেকে কী কী বৈশিষ্ট্য আছে তারা তা পরীক্ষা করেন।

পরীক্ষা মেঘের ভেতরে নয় ধরনের পলিমার দেখতে পান বিজ্ঞানীরা। এ ছাড়া এক ধরনের রাবারের উপস্থিতি পান। যার আকার ৭ দশমিক ১ থেকে ৯৪ দশমিক ৬ মাইক্রোমিটার পর্যন্ত। প্রতি লিটার (০ দশমিক ২৬ গ্যালন) পরীক্ষিত মেঘের পানিতে রয়েছে ৬ দশমিক ৭ থেকে ১৩ দশমিক ৯ টুকরা প্লাস্টিক।

গবেষণার প্রধান ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের গবেষক হিরোশি ওকোচি বলেন, যদি ‘প্লাস্টিক বায়ুদূষণ’ সমস্যাটি সমাধান করা না হয়, তাহলে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত ঝুঁকি বাস্তবে পরিণত হতে পারে।

মেঘ প্লাস্টিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম