|
ফলো করুন |
|
|---|---|
সুইস ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভ্যাচেরন কনস্টান্টিনের নতুন মডেলের এক ঘড়ি তৈরি করেছে। যেটিকে বিশ্বের সবচেয়ে জটিল যান্ত্রিক হাতঘড়ি বলে ধরা হচ্ছে।
কারণ ‘লে কাবিনোতিয়ে সোলারিয়া আল্ট্রা গ্র্যান্ড কমপ্লিকেশন’ মডেলের ঘড়িটি সময় দেখানোর জন্য তিনটি পদ্ধতি ব্যবহার করে। প্রথাগত ২৪ ঘণ্টা সময়, সাইডেরিয়াল সময় এবং সৌর দিন। এমনকি ঘড়িটির মাধ্যমে চাঁদের অবস্থানও দেখা যায়।
মঙ্গলবার সুইজারল্যান্ডের ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ মেলায় প্রদর্শিত হয় ঘড়িটি। ঘড়িটির আরও জটিল কার্যক্রমের মধ্যে রয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব, যা সূর্যের অবস্থান, উচ্চতা, গতি এবং পৃথিবীর বিষুবরেখার সঙ্গে কোণ নির্ধারণ করে।
সিএনএন
