Logo
Logo
×

চিত্র বিচিত্র

অনলাইনে ৭০ হাজার ললিপপের অর্ডার!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৫, ১০:৪৩ পিএম

অনলাইনে ৭০ হাজার ললিপপের অর্ডার!

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের এক মা জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিনে তিনি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন।

এ সুযোগে তার ছেলে লিয়াম মোবাইল ফোন নিয়ে খেলতে খেলতে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ৭০ হাজার ললিপপ অর্ডার করেছে। যার মূল্য প্রায় ৪ হাজার ২০০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৪ লাখ ৮৩ হাজার টাকা)।

হঠাৎ দরজার সামনে ৩০ বাক্স ললিপপ দেখে জিজ্ঞাসা করলে লিয়াম জানায়, মায়ের মোবাইল ফোন নিয়ে খেলতে খেলতে ললিপপ অর্ডার সে-ই করেছে। ইউপিআই।


ললিপপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম