পানিতে হলুদ মেশানোর ট্রেন্ড যেভাবে শুরু হলো
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১১:০৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সোশ্যাল মিডিয়া মানেই নিত্যনতুন ট্রেন্ডের হাওয়া, আর তাতে গা ভাসাতে দেখা যায় নেটিজেনদের। সম্প্রতি এমনই একটি ভাইরাল ট্রেন্ড পানিতে গুঁড়া হলুদ মেশানোর- যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।
এ ট্রেন্ডে অংশ নিতে প্রয়োজন নেই কোনো দামি যন্ত্রপাতির- শুধু একটি কাচের গ্লাস, এক চিমটি হলুদ গুঁড়া, মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট আর পানি। এতেই তৈরি হচ্ছে চোখ ধাঁধানো এক আলোঝলমলে দৃশ্য।
গত ১৪ জুন টিকটকে একটি ভিডিও পোস্ট করেন মালয়েশীয় কনটেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেন। ভিডিওতে দেখা যায়- প্রায় অন্ধকার একটি ঘরে একটি কাচের গ্লাসে গুঁড়া হলুদ ঢালছেন তিনি। হঠাৎ হলুদাভ আলোয় পূর্ণ হয়ে গেল ঘর।
সঙ্গে সঙ্গে বাজতে লাগল ‘ম্যায় আগার কাহু’র সুর। আর তাতে বিস্মিত পুষ্পার সঙ্গীরা। ব্যস, সেই থেকে ভিডিওটি ভাইরাল! মালয়েশিয়া থেকে শুরু, ফলে সে দেশে তো বটেই, ভিডিও ট্রেন্ডটি ভাইরাল বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও।
এ ট্রেন্ডে গা ভাসাতে অনেককে হাস্যকর কিছু সংস্করণও করতে দেখা গেছে। পুরো সামাজিক যোগাযোগমাধ্যম যেন এক হলুদময়!
