রাস্তার মাঝেই কাপড় বদলালেন মনিকা কবির, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৬:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
তুরস্কের এক ব্যস্ত রাস্তার মাঝে দাঁড়িয়েই শাড়ি পরলেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রুশ নারী মনিকা কবির। বর্তমানে ঢাকায় বাস করছেন এই তরুণী।
প্রথমে তিনি একটি ভিডিওতে লাল ব্লাউজ ও লেগিংসে দেখা দেন, পরে জনসমক্ষে পেটিকোট পরে গায়ে শাড়ি জড়িয়ে নেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় ইনস্টাগ্রামে।
‘নামাস্তে তুর্কি’ শিরোনামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, পথচারীরা কৌতূহল ও বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন তার দিকে। পরে এক নিরাপত্তারক্ষী এসে তাকে স্থান ত্যাগ করতে বলেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে শুরু হয়েছে কড়া বিতর্ক। কেউ বলছেন, এটি ভারতীয় সংস্কৃতির অবমাননা, কেউ আবার একে ‘পাবলিসিটি স্টান্ট’ আখ্যা দিচ্ছেন।
একজন লিখেছেন, শাড়ি পরা সম্মানের, কিন্তু এমনভাবে রাস্তার মাঝে বদলানো অসংযত আচরণ।
আরেকজন মন্তব্য করেছেন, নিজের দেশের সম্মান নষ্ট করছেন শুধুই কিছু ভিউয়ের আশায়।
যদিও কিছু ব্যবহারকারী মনিকার সাহসিকতাকে প্রশংসা করেছেন, তবে নেটিজেনদের বড় একটি অংশ এ কাজকে ‘সংস্কৃতির সঙ্গে তামালা’ বলে আখ্যা দিয়েছেন।
মনিকা কবির এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
সূত্র: এনডিটিভি

