Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও দুই সন্তান দগ্ধ

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ১০:১৮ এএম

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও দুই সন্তান দগ্ধ

চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও দুই সন্তান দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর খুলশি থানা এলাকার গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন গৃহবধূ তানভীরা আক্তার (৩৫), তার মেয়ে তানজিলা (১৩) ও ছেলে তানজীল হাসান (৮)। এর মধ্যে তানভীরার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খুলশি থানার ওসি শেখ মো. নাছির উদ্দিন বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও দুই সন্তান দগ্ধ চট্রগ্রাম দগ্ধ গ্যাস বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম