Logo
Logo
×

খেলা

জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ান্ডো

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ট্রাস্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত দু’দিনব্যাপী ‘ট্রাস্ট ব্যাংক জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ান্ডো প্রতিযোগিতা’ শেষ হয়েছে বৃহস্পতিবার। এবারের চ্যাম্পিয়নশিপে ছেলেদের জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার জেলা স্কুল ও রানার্সআপ বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ স্কুল। মেয়েদের জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহিন কলেজ ও রানার্সআপ যৌথভাবে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বারিধারা শাখা ও উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। এবারের প্রতিযোগিতায় দেশের মোট ২৭টি স্কুল-কলেজের ৭০০ জন তায়কোয়ান্ডো খেলোয়াড় অংশগ্রহণ করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রুফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম