Logo
Logo
×

খবর

কানাইঘাটে বিষ খাইয়ে শিশু হত্যা

চাচির বিরুদ্ধে থানায় অভিযোগ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিলেটের কানাইঘাটে বিষ খাইয়ে দেড় মাসের এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুর চাচিকে দায়ী করা হচ্ছে। কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ যুগান্তরকে জানান, কোলের শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর। শিশুটির মা থানায় অভিযোগ দায়েরের পর লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে মামলা রেকর্ড করা হবে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের সৌদি প্রবাসী নজরুল ইসলামের শিশুপুত্র নাদিম আহমদের মুখে কীটনাশক ঢেলে দেয়া হয়। মুমূর্ষু অবস্থায় রাতে শিশুটিকে তার মা ও স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে বিষ খাওয়ানো হয়েছে জানিয়ে তাৎক্ষণিকভাবে তাকে ওসমানী হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর শিশুটি মারা যায়।

শিশুটির মা জানান, তিনি ও জা সুমানা বেগম শ্বশুর-শাশুড়ি নিয়ে একই বাড়িতে থাকেন। মঙ্গলবার দুই সন্তানের জননী সুমানা বেগম শিশু নাদিমকে কোলে নিয়ে মুখে কীটনাশক ঢেলে দিলে শিশুটি বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে থাকে। তার মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখন সুমানা বেগম তোয়ালে দিয়ে শিশুটির মুখের বিষ মুছে দেন। এমন অবস্থায় শিশুটির মা সুমি বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম