Logo
Logo
×

বাংলার মুখ

নাগেশ্বরীতে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন

Icon

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নাগেশ্বরী উপজেলা ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার দুপুরে নাগেশ্বরী সরকারি কলেজ হলরুমে এ সময় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের সংসদবিষয়ক উপদেষ্টা, কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, সদস্য একেএম মোস্তাফিজুর রহমান এমপি।

এর আগে পৌর মেয়র আবদুর রহমান মিয়ার সভাপতিত্বে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন একেএম মোস্তাফিজুর রহমান এমপি, প্রভাষক আ ম প আনিছুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন মণ্ডল রেজা, আবদুস সামাদ, শামছুল আলম মণ্ডল লাভলু, আবদুল আজাদ, রঞ্জু কুমার সরকার, পৌর মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক মোর্শেদা খাতুন প্রমুখ। পরে রাত ৮টায় পৌর মেয়র আবদুর রহমান মিয়াকে আহ্বায়ক ও প্রভাষক আ ম প আনিছুর রহমানকে সদস্য সচিব করে ৮১ সদস্যের উপজেলা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন মণ্ডল রেজাকে আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর শামছুল আলমকে যুগ্ম আহ্বায়ক করে ১২১ সদস্যের পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম