সিটি সেন্টারে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন দুই শ্রমিক। ছবি: সাইফ খন্দকার।
|
ফলো করুন |
|
|---|---|
প্রবাসে আমাদের দেশের শ্রমিকদের জীবিকা নির্বাহের গল্প প্রায় সবার জানা। কত নামে যে জীবিকা আছে তার ইয়ত্তা নেই। প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জীবন দিয়েও জীবিকা নির্বাহের ঘটনা সংবাদপত্রে অহরহ আসে।
তবে অনিশ্চিত আর ভয়ংকর জীবিকার গল্প এ দেশেও আছে। গার্মেন্টস শ্রমিকদের আগুনে পুড়ে কয়লা হওয়া বা বিল্ডিং ধসের গল্প বিশ্বজুড়ে স্বীকৃত। ফ্লাইওভার ব্রিজে কাজ করতে গিয়ে শ্রমিক পরে মৃত্যুসহ আরও কত কী আছে!

আবার অনেক গল্প আছে যেগুলো মানুষের চোখের আড়ালে ঘটে। কিছু গল্প অল্পতেই ভুলে যায় মানুষ। আর কিছু গল্প সারাজীবন স্মরণীয় হয়ে থাকে।
রাজধানী ঢাকার বহুতল ভবনে নিরাপত্তা ছাড়া শ্রমিকদের কাজের দৃশ্যও অনেকে দেখে না দেখার ভান করেন। দুর্ঘটনা ঘটলে তবেই কর্তৃপক্ষের টনক নড়ে।
সম্প্রতি ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাংবাদিক সাইফ খন্দকারের ক্যামেরায় মতিঝিলের বহুতল ভবন সিটি সেন্টারে রশিতে ঝুলে দুই শ্রমিকের গ্লাস পরিষ্কার করার দৃশ্য ধরা পড়ে।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করলে অনেকেই এই নিয়ে নানা মন্তব্য করেন।
