Logo
Logo
×

সারাদেশ

কেরানীগঞ্জে বানানো হতো জাল রুপি!

Icon

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:৩৪ এএম

কেরানীগঞ্জে বানানো হতো জাল রুপি!

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, জাল রুপি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১০ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে।

এসময় দুই ব্যক্তিকে আটক  এবং জাল রুপি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুর ১২টায় কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে ব্রিফ করা হবে।

জাল রুপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম