Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে বিজিবির হাতে ১৩ বাংলাদেশি আটক

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০২:১৪ পিএম

সীমান্তে বিজিবির হাতে ১৩ বাংলাদেশি আটক

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বড় আচড়া সীমান্ত থেকে  ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের বড় আচড়া সীমান্ত থেকে এসব আটকদের মধ্যে ছয় শিশু ও চার নারী রয়েছে।  

বিজিবি জানায়, আটকদের বাড়ি নড়াইল ও  খুলনা জেলার বিভিন্ন থানা এলাকায়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ভারত থেকে বিপুল সংখ্যক নারী শিশু অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বড় আচড়া সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছেন।  

তিনি আরও বলেন, আটককৃতদের  বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে।

বেনাপোল বিজিবি সীমান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম