Logo
Logo
×

খবর

নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে

নবাবগঞ্জের বান্দুরায় অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

Icon

যুগান্তর রিপোর্ট, নবাবগঞ্জ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-১ আসনের সংসদ সদস্য, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, যত দ্রুত সম্ভব সৈয়দপুর সাদাপুর খালের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে এ অঞ্চলের মানুষের বসতবাড়ি ও আবাদযোগ্য কৃষিজমি রক্ষা পায়। তিনি বলেন, দেশ থেকে দারিদ্র্যদূরীকরণে চাই সবার সমবেত অংশগ্রহণ।

বৃহস্পতিবার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউপির হযরতপুরে জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলালের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালমা ইসলাম আরও বলেন, দোহারে পদ্মার ভাঙন রোধে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় ২১৭ কোটি টাকার প্রকল্প পাস করিয়েছি। তার কারণে আমি আজ দোহার নবাবগঞ্জের উন্নয়ন কাজকে এগিয়ে নিতে পারছি। অবহেলিত দোহার ও নবাবগঞ্জের চলমান উন্নয়ন কাজকে এগিয়ে নিতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতার হাত অব্যাহত থাকলে আমরা সবাই মিলে এ অঞ্চলকে একটি দারিদ্র্যমুক্ত উন্নত এলাকায় রূপান্তর করতে পারব, ইনশাআল্লাহ।

এ সময় সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম বান্দুরা ইউনিয়নের সাদাপুর খাল পরিদর্শন করেন। তিনি বর্ষা মৌসুমে খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তাদের সঙ্গে ভাঙন প্রতিরোধের বিষয়ে কথা বলেন। নৌকায় তিনি খালের ভাঙন পরিদর্শনকালে দু’পারের শত শত নারী-পুরুষ তাকে স্বাগত জানায়।

অনুষ্ঠানে অ্যাডভোকেট সালমা ইসলামের উন্নয়নের প্রতি সংহতি প্রকাশ করে আওয়ামী লীগ ও বিএনপি থেকে রাজ্জাক মাস্টার, শফিউদ্দিন শিকদার, লিয়াকত হোসেন ও আলমগীর হোসেনের নেতৃত্বে তিন শতাধিক নারী-পুরুষ জাতীয় পার্টিতে যোগদান করেন। সালমা ইসলাম তাদের স্বাগত জানিয়ে আগামী দিনে উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, অনেক কাজ করছি। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আশা করছি, আগামী নির্বাচনে উন্নয়নের পক্ষে আমাকে সহায়তা করে পাশে থাকবেন। তাহলেই দোহার-নবাবগঞ্জ আরও এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ইসমাইল ভূঁইয়া, একলাছ উদ্দিন, জাতীয় পার্টির উপজেলা সদস্য সচিব শরফুদ্দিন আহমেদ শরীফ, ঢাকা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলু, জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর চোকদার, খলিলুর রহমান, কফিল উদ্দিন, এমএ মজিদ, আসাদুজ্জামান চৌধুরী রানা, একেএম আবদুল হালিম, আনোয়ার হোসেন মোড়ল, সাহিদুল হক খান, মালেক মোল্লা, সলেমান মেম্বার, শফিকুল ইসলাম স্বপন, সেলিম শিকদার, নাজিম আহমেদ, মো. হাশেম রিপন, মিজানুর রহমান, সোহরাব হোসেন, রইস উদ্দিন, আবদুস সালাম, ভুলু মিয়া, আইরিন গমেজ, আসমা আক্তার রুমি, এসএম মোস্তারীম মিথুন, বোরহান হোসেন, কিরণ খান, মো. সেলিম, মিলন খান, খলিল দেওয়ান, মিজানুর রহমান, মনির হোসেন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম