Logo
Logo
×

খবর

কানাইঘাটের রহমত আলীকে গুমের অভিযোগ

বোনের সংবাদ সম্মেলন

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় মা-বোন জেল খাটছেন। আর ভাই রহমত আলীকে জোর করে ধরে নিয়ে হত্যার পর লাশ গুম করেছে প্রভাবশালী মহল। এমন অভিযোগ জকিগঞ্জের কচুয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী নাজমা বেগমের। বৃহস্পতিবার সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কানাইঘাটের দক্ষিণ ঠাকুরের মাটি গ্রামে আমার বাবার বাড়ি। ওই গ্রামের ফরজান আলীর ছেলে মতিউর রহমান পূর্ব শত্রুতার জের ধরে বাদী হয়ে ১৩ নভেম্বর কানাইঘাট থানায় আমার মা, বোন ও ভাইদের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ আমার মা ও বোনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। এ সুযোগে ১৪ নভেম্বর আমার ভাইদের বাড়িতে ১৯-২০ জন সন্ত্রাসী প্রবেশ করতে চাইলে আমার বোন জামাই জামিল আহমদ বাধা দেন। ১৭ ডিসেম্বর রাতে আমার ভাই রহমত আলীকে জকিগঞ্জ থানায় হাজির করবে বলে জোর করে ধরে নিয়ে যায় প্রভাবশালী মহল। আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে আজ পর্যন্ত ভাইকে পাইনি। লোকমুখে শোনা যাচ্ছে, অপরাধীরা রহমত আলীকে খুন করে লাশ গুম করে ফেলেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম