ফরহাদ মজহার দম্পতির বিরুদ্ধে মামলা
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার আদালতে আদাবর থানার নন জিআর শাখায় এ প্রসিকিউশন মামলাটি ডাকে পাঠান মামলার বাদী ডিবি পুলিশের পরিদর্শক মাহবুবুল ইসলাম। রোববার এ প্রসিকিউশন মামলাটি আদালতে উপস্থাপন করা হবে।
আদালত সূত্র জানায়, চলতি বছরের নভেম্বরের শুরুর দিকে ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত শেষে আদালতে চূড়ান্ত রিপোর্ট (এফআরটি) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। একই সঙ্গে অপহরণের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ও হয়রানির অভিযোগে ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়েরেরও সুপারিশ করা হয়। সূত্র আরও জানায়, চলতি বছরের ৩ জুলাই ভোর ৫টার দিকে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হন ফরহাদ মজহার। ওই সময় তাকে কে বা কারা অপহরণ করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে অপরিচিত ফোন নম্বর থেকে ফরহাদ মজহার তার স্ত্রী ফরিদা আখতারকে ফোন করে বলেন, ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’
এ ঘটনায় ফরহাদ মজহারের স্ত্রী রাজধানীর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তা মামলায় রূপান্তর হয়।
৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয়। পরের দিন ফরহাদ মজহার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ভিকটিম হিসেবে আদালতে জবানবন্দি দেন। পরে আদালতের অনুমতি নিয়ে তিনি নিজ জিম্মায় যান।
