রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিস্ফোরণে আহত ১২
পুতিন বললেন, ‘সন্ত্রাসী হামলা’
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি সুপার মার্কেটে বিস্ফোরণে ১২ জন আহত হয়েছেন। বুধবার রাতে চেইন পিরিক্রেয়স্ত নামের সুপার মার্কেটটিতে একটি বোমার বিস্ফোরণ (আইইডি) ঘটানো হয়। শহরটির কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এ খবর দিয়েছে। মার্কেটের যে অংশে ক্রেতারা তাদের ব্যাগ রেখে মার্কেটে প্রবেশ করেন সেই লকার এলাকায় বিস্ফোরণটি ঘটে। ঘটনাটিকে হত্যা চেষ্টার ঘটনা ধরে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তদন্তকারী কর্মকর্তারা। ২০০ গ্রাম টিএনটির সমান শক্তিসম্পন্ন ওই বোমাটি ধাতুর টুকরো দিয়ে ভরা ছিল বলেও জানান তারা।
সেন্ট পিটার্সবার্গের তদন্ত কমিটির প্রধান আলেকজান্দর ক্লাউস জানান, আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। বিস্ফোরণের পরপরই মার্কেটটি থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়। মার্কেটটিতে আগুন লাগার কোনো খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার মস্কোয় সামরিক কর্মকর্তাদের উদ্দেশে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে এ ঘটনার জোর তদন্তের নির্দেশ দেন তিনি। চলতি মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছ থেকে খবর পেয়ে সেন্ট পিটার্সবার্গের কাজান ক্যাথেড্রালে হামলার একটি ছক উদঘাটন করে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো। ওই গোয়েন্দা সহযোগিতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ধন্যবাদ জানান পুতিন।
