|
ফলো করুন |
|
|---|---|
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে রহস্যময় এবং অভিনব এক ধরনের তুষারপাত দেখে স্থানীয়রা বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েছেন। তারা দেখতে পেয়েছেন তুষারের গায়ে হালকা নীলের আচ্ছাদন।
অদ্ভুত এ ঘটনাটির ভিডিও ধারণ করেছেন অনেকে। এটি দেখে তারা ভয়ও পেয়ে গিয়েছিলেন। মনে করেছিলেন বায়ুমণ্ডলে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতির কারণে এমনটি হয়েছে।
অনেকে মনে করেন শহরটির রাসায়নিক ওষুধ গবেষণা ইন্সটিটিউট ধ্বংসের কারণে এমন তুষারপাত হয়েছে। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, কোনো কোনো চিকিৎসায় ধাবত উপাদান কোবাল্ট (নিকেল) অথবা মিথিলিন ব্ল– ব্যবহারের কারণে তুষার এই রঙ ধারণ করেছে।
এ ঘটনার কারণ জানতে তদন্ত চালানো হয়। পরে জানা যায়, ইস্টার এগে (যিশুর পুনরুত্থান দিবসে সিদ্ধ ডিমে রং করা উৎসব) নীল রং ব্যবহারের কারণে এমন ঘটনা ঘটে। ডেইলি মিরর।
