Logo
Logo
×

আনন্দ নগর

আজ মুক্তি পেল সুবর্ণা-আসাদের গহীন বালুচর

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আজ মুক্তি পেল বদরুল আনাম সৌদ পরিচালিত ছবি ‘গহীন বালুচর’। ছবিটি মুক্তি উপলক্ষে গতকাল রাজধানীর বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘গহীন বালুচরের পরিচালক বদরুল আনাম সৌদ, অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, রুনা খান, শর্মীমালা, তিন নতুন নায়ক-নায়িকা তানভীর, নীলাঞ্জনা নীলা ও মুন, কোরিওগ্রাফার নাজিবা বাশার, কণ্ঠশিল্পী ঐশী, গীতিকার কবির বকুলসহ আরও অনেকে। অনুষ্ঠানে ছবিটির বিভিন্ন দিক তুলে ধরে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গহীন বালুচর চলচ্চিত্রটি নির্মাণে সরকারি অনুদান দেয়ায় আমি তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সেইসঙ্গে কৃতজ্ঞ চলচ্চিত্রটি নির্মাণে সংশ্লিষ্ট প্রত্যেকের কাছে। বিশেষ করে দোয়া চাইব তানভীর, নীলা ও মুনের জন্য। কারণ তারা তিনজন চলচ্চিত্রের একেবারেই নতুন মুখ। দর্শকের কাছে অনুরোধ থাকবে হলে গিয়ে চলচ্চিত্রটি দেখার জন্য।’ রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘আমি বিশ্বাস করতে ভালোবাসি গহীন বালুচর চলচ্চিত্রটি দেখতে দর্শক হলমুখী হবেন। কারণ ভালো গল্পের চলচ্চিত্র এটি। তাছাড়া প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে সর্বোচ্চ অভিনয় করার চেষ্টা করেছেন।’ ফজলুর রহমান বাবু বলেন, ‘গহীন বালুচর প্রেমের সিনেমা, ভালোবাসার সিনেমা, সংগ্রামের সিনেমা। আমি ছবিটি নিয়ে খুব আশাবাদী।’ ছবির পরিচালক বদরুল আনাম সৌদ বলেন, ‘ছবিটি অবশেষে মুক্তি পাচ্ছে। টেনশন, ভয় সবই কাজ করছে। তারপরও আমি খুব আশাবাদী। দর্শক ছবিটি দেখতে হলে যাবেন। কারণ এটি আমাদের নিজেদের জীবনের গল্পের ছবি। এটি বাংলাদেশের ছবি।’ পরিচালক সূত্রে জানা গেছে, দেশের ২৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এর সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুবর্ণা মুস্তাফা। প্রসঙ্গত, এ ছবির মাধ্যমে দীর্ঘ ৩৩ বছর পর আবারও চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম