শাহীন শাহের উপস্থাপনায় জাদু নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান যাদুকর
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাদুশিল্প শাহীন শাহের গ্রন্থনা ও উপস্থাপনায় শুধু জাদু নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক অনুষ্ঠান ‘যাদুকর’। বিপুল খানের প্রযোজনায় নতুন বছর থেকে শুরু হচ্ছে অনুষ্ঠানটি। এর প্রতি পর্বে থাকবে দেশের সব জেলার তরুণ জাদুকরের অংশগ্রহণে আকর্ষণীয় ম্যাজিক, বিজ্ঞানের অপব্যবহার, প্রতিকার, বিশ্বখ্যাত জাদুকরদের জীবনী ও ভিডিও ফুটেজ, বৈঠকি ম্যাজিক বা টেবিল ম্যাজিক ও ম্যাজিক শিক্ষা। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে মাই টিভিতে প্রচার হবে। অনুষ্ঠান প্রসঙ্গে শাহীন শাহ বলেন, ‘অনুষ্ঠানজুড়ে দর্শকদের আনন্দ দেয়ার চেষ্টা করব।’
