Logo
Logo
×

চাকরির খোঁজ

রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে নিয়োগ

Icon

চাকরির খোঁজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দেশের গণপরিবহন মাধ্যমগুলোর মধ্যে বাংলাদেশ রেলওয়ে সরকারের সর্ববৃহৎ পরিবহন খাত। আধুনিকায়ন, সম্প্রসারণ ও বিকাশের মাধ্যমে নিরাপদ, নির্ভরযোগ্য এবং সময় উপযুক্ত পরিবহন সেবা প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। এ কাজকে আরও গতিশীল করার লক্ষ্যে লোকবল নিয়োগের জন্য বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি অনুযায়ী সিপাহী (আরএনবি) পদে ১৮৫ জনকে নিয়োগ দেয়া হবে।

আবেদনের যোগ্যতা : বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী সিপাহী পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

আবেদনকারীর বয়স ও শারীরিক যোগ্যতা : আবেদনকারীর বয়স ২০ জানুয়ারি ২০১৮ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১.৬৭৬ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। উপজাতীয় প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

আবেদন প্রক্রিয়া : বাংলাদেশ রেলওয়েতে নিয়োগের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। যা (আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র) প্রতিষ্ঠানের ওয়েবসাইট (www. railway.gov.bd) এ পাওয়া যাবে। আবেদন ফরম এ-৪ সাইজের কাগজে ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি আবেদনপত্র ও প্রবেশপত্রের নির্ধারিত স্থানে লাগাতে হবে। পরীক্ষা ফি বাবদ ৫০ টাকা কোড নং ১-৫১৩১-০০০-২০৩১ নম্বরে জমা দিয়ে চালানের মূলকপি সংযুক্ত করে দিতে হবে। এছাড়াও ডাক টিকেটসহ দু’টি ফেরত খাম আবেদনের সঙ্গে যুক্ত করে দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর বামপাশে পদের নাম, নিজ জেলা ও কোটা থাকলে তা উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা : আগামী ২০ জানুয়ারি তারিখে বিকাল ৫টার মধ্যে ‘চিফ পার্সোনেল অফিসার (পূর্ব) বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’ এর দফতরে পৌঁছাতে হবে

নিয়োগ প্রক্রিয়া : প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দৈহিক ও মৌখিক পরীক্ষার মান ৫০। পরীক্ষায় আলাদাভাবে ৫০ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে। এসব পরীক্ষার তারিখ বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষা হবে রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে।

প্রয়োজনীয় কাগজপত্র : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সব সনদের (যেমন শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ, মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযোদ্ধ/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা, রেলওয়ে পোষ্য অর্বতমানে নির্ভশীল ভ্রাতা-ভগ্নি, এতিমখানা নিবাসী, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী, আনসার ভিডিপি, বিশেষ যোগ্যতা ইত্যাদির সনদ সরকারি নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত) মূলকপি দেখাতে হবে এবং সব সনদের ১ সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

বেতন ভাতা : চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। এ ক্ষেত্রে নিয়োগ প্রাপ্তরা ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। আর অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ শেষে ৮ হাজার ৫০০ টাকা থেকে ২০ হাজার ৫৭০ টাকা হারে বেতন পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম