Logo
Logo
×

শিল্প বাণিজ্য

রেমিটেন্স বাড়াতে সঞ্চয় বন্ড বিক্রি করবে ব্যাংক

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঘুরে দাঁড়িয়েছে রেমিটেন্স প্রবাহ। দীর্ঘদিন পতনের পর গত দুই মাস ধরে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে প্রবাসী আয়। সে ধারা অব্যাহত রাখা এবং আর কখনও যেন রেমিটেন্সে পতন না ঘটে সে লক্ষ্যে একের পর এক উদ্যোগ নিয়ে যাচ্ছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। এবার রেমিটেন্স প্রবাহ বাড়ানোর নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ক্ষেত্রে তিন ধরনের সঞ্চয় বন্ড বিক্রির মাধ্যমে রেমিটেন্স বাড়ানো হবে। এরই অংশ হিসেবে দেশের সব জেলা-উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার (এডি) শাখাকে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের বিক্রি বাড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়, সব বিভাগীয়, জেলা, উপজেলা শহরে অবস্থিত ব্যাংকের অথরাইজ ডিলার শাখাগুলো এতদিন উল্লিখিত তিন ধরনের সঞ্চয় বন্ড বিক্রি করত না। ফলে বিভিন্ন দেশের অনিবাসী ওয়েজ আর্নাররা তাদের পাঠানো রেমিটেন্সের বিপরীতে ওই তিন ধরনের বন্ড কিনতে না পারার কারণে এই খাতে বিনিয়োগ কমে যাচ্ছে।।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম